Search
Close this search box.
Search
Close this search box.

উন্নত জীবনের সন্ধানে মৃত্যুর পথে

probasiপণ্য নয়, ট্রাকভর্তি অভিভাসন প্রত্যাশী। ক্লান্ত কিন্তু জীবিত। ট্রাকের সবার ভাগ্য সহায় ছিলো না। ১০ জন প্রাণ হারিয়েছেন, অনেকেই অসুস্থ।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ১৮ চাকার ট্রাকে অভিবাসী পাচারের সময়ের এ ঘটনা। নিয়মিত ঘটনাপ্রবাহের এটি সবশেষ উদাহরণ। হতাশাজনক পরিস্থিতি থেকে পালাতে প্রতিনিয়তই এমন ঝুঁকি নিচ্ছে মেক্সিকোর মানুষ।

chardike-ad

বেঁচে যাওয়া অভিবাসী আডান লারা ভেগা বলেন, ওখানে বাতাস ছিলো না। আমাদেরকে পানিও খেতে দেয়া হয়নি। আমার কোনো চাকরি ছিলো না। ওখানে খুব কষ্ট হচ্ছিলো। এ কারণেই এমন সিদ্ধান্ত।

একটি যন্ত্রণাদায়ক যাত্রা। ঠাসাঠাসি করে প্রায় বায়ুশূণ্য ট্রাকে। এই ঝুঁকির মূল্য জীবনের চেয়েও বেশি? সূত্র: ডিডাব্লিউ