Search
Close this search box.
Search
Close this search box.

এক পরিবারে তিন ব্যারিস্টার

Barristerব্যারিস্টার আখতার ইমাম। সুপ্রিম কোর্টের একজন প্রথিতযশা আইনজীবী। প্রচারবিমুখ এই মানুষটি নিরবে কাজ করে যেতেই ভালবাসেন। নিজে আইন পেশার লোক হয়ে বিয়ে করেছেন ১৯৮০’র দশকের জনপ্রিয় টিভি অভিনেত্রী প্রিসিলা পারভীনকে।

আখতার ইমাম দম্পতির দুই সন্তান। মেয়ে রাশনা ইমাম ও ছেলে রেশাদ ইমাম। বাবাকে অনুসরণ করে দুজনই বার অ্যাট ল’ ডিগ্রি অর্জন করেছেন।

chardike-ad

মেয়ে রাশনা ইমাম লন্ডনের লিংকনের অধীনে সিটি ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টারি পড়া শেষ করে অক্সেফোর্ড ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে আরো উচ্চতর ডিগ্রি বিসিএল অর্জন করেন। চাকরি নেন বিশ্বের সবচেয়ে বড় ল’ ফার্ম ব্রেকার এন্ড মেকাঞ্জির লন্ডন অফিসে।

কিন্তু সেখানে তার মন টেকেনি। এই দুর্লভ সুযোগ হাতছাড়া করে কিছু দিন পর চলে আসেন মাতৃভূমি বাংলাদেশে। বিদেশে অর্জন করা অভিজ্ঞতা দেশের কল্যাণে কাজে লাগাতে চান। আইনের জগতে অবদান রাখতে চান।

অপরদিকে ছেলে রেশাদ ইমামও লন্ডনে ব্যারিস্টারি পড়া শেষ করে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি নেন কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে। তারপর দেশে এসে আইন পেশায় নিয়োজিত হন।

এখন সর্বোচ্চ আদালতে বিভিন্ন মামলায় একসঙ্গে লড়ছেন বাবা, মেয়ে ও ছেলে- এই তিন ব্যারিস্টার।