Search
Close this search box.
Search
Close this search box.

উত্তরের হুঁশিয়ারি সত্ত্বেও আমেরিকার সঙ্গে মহড়া শুরু করল দক্ষিণ কোরিয়া

usa-war-ship
যৌথ মহড়ায় মার্কিন যুদ্ধজাহাজ

উত্তর কোরিয়ার হুঁশিয়ারি উপক্ষো করেই আমেরিকার সঙ্গে সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া বলেছে, এ মহড়া হচ্ছে পিয়ংইয়ংয়ের সঙ্গে দেশ দুটির পরিষ্কার শত্রুতার বহিঃপ্রকাশ।

আজ (সোমবার) দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে ‘উলচি ফ্রিডম গার্ডিয়ান’ নামে এ মহড়া শুরু হয় এবং এতে অংশ নিচ্ছে আমরিকার ১৭,৫০০ সেনা। আগামী দুই সপ্তাহ চলবে এ মহড়া। উত্তর কোরিয়া এ মহড়াকে তার বিরুদ্ধে শত্রুতামূলক তৎপরতা ও যুদ্ধের অনুশীলন বলে মনে করছে। এর একদিন আগে উত্তর কোরিয়া যৌথ মহড়াকে ‘আগুনে পেট্রোল ঢালার শামিল’ বলে মন্তব্য করেছে।

chardike-ad

উলচি ফ্রিডম মহড়া সম্পর্কে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন বলেছেন, এ মহড়া আত্মরক্ষামূলক এবং তারা কোরিয় উপদ্বীপে কোনো রকমের উত্তেজনা তৈরি করতে চান না। তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, “চলতি মহড়ার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যে, মিত্রদের রক্ষার বিষয়ে আমেরিকা প্রস্তুত।”