Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়ার হুমকি: টোকিওর প্রাণকেন্দ্রে মোতায়েন হলো ক্ষেপণাস্ত্র

tokyoজাপানের রাজধানী টোকিওর প্রাণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। জাপানের ওপর দিয়ে গুয়ামে মার্কিন অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে উত্তর কোরিয়ার হুমকির পর এ পদক্ষেপ নেয়া হলো।

প্রকাশিত ছবিতে দেখা গেছে, টোকিওর একটি চত্বরে পিএসি-৩ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ইউনিটমোতায়েন করা হয়েছে। টোকিওর ওপর দিয়ে উত্তর কোরিয়ার কোনো ক্ষেপণাস্ত্র যাওয়ার চেষ্টা করলে সেগুলোকে ভূপাতিত করার জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন জাপানি কর্মকর্তারা।

chardike-ad

এদিকে, জাপানে উত্তেজনা বাড়ার সাথে সাথে ‘জাপান বোম্ব শেল্টার’ বা বোমা থেকে রক্ষা পেতে আশ্রয় কেন্দ্রের বিক্রি বেড়েছে। এছাড়া, মার্কিন দ্বীপ হাওয়াইয়ে সতর্কীকরণ ব্যবস্থা বসানোর তোড়জোড় চলছে। উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা সম্পর্কে সেখানকার ১৪ লাখ অধিবাসীকে আগেভাগে খবর দেয়ার জন্য চলছে এ তৎপরতা।

অবশ্য উত্তর কোরিয়ার হুমকিতে অভ্যস্ত দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের পরিস্থিতি খুবই শান্ত রয়েছে। পিয়ংইয়ংয়ের নতুন হুমকিতে সেখানে কোনো উল্লেখযোগ্য তৎপরতা বা চাঞ্চল্য চোখে পড়ছে না।