Search
Close this search box.
Search
Close this search box.

এবার বার্সা ছাড়ছেন মেসি!

messiসদ্যই বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দিয়েছেন নেইমার। তার শূন্যতা এখনো পূরণ করতে পারেনি বার্সা। তাকে বিহীন প্রায় প্রতি ম্যাচেই মুখ থুবড়ে পড়ছে কাতালানরা। এবার দলটিতে আরো ভয়াবহ শূন্যতা তৈরি হতে যাচ্ছে। প্রিয় ক্লাব ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি।

স্কটিশ গণমাধ্যম ডেইলি রেকর্ডের বরাত দিয়ে ইভেনিং স্ট্যান্ডার্ড জানাচ্ছে, গেলো সপ্তাহে বার্সেলোনা রেস্টুরেন্টে মেসির দলের সঙ্গে সাক্ষাৎ করেছে ম্যানসিটি। উদ্দেশ্য গুরু পেপ গার্দিওলার সঙ্গে খুদে জাদুকরের পুনর্মিলন ঘটানো।

chardike-ad

বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করলেও তাতে এখনো সই করেননি মেসি। অবশ্য রিয়াল মাদ্রিদের কাছে স্প্যানিশ সুপার কাপে বার্সা বিধ্বস্ত হওয়ার পরই এমন খবর শোনা যায়। এরই মধ্যে ম্যানসিটির ইনস্টাগ্রামের অনুসারী (ফলোয়ার) তালিকায় ফুটবলের বরপুত্রের নাম দেখা গেছে।

সার্বিক বিবেচনায় অনেকে বলছেন, এবার সত্যি সত্যিই ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন মেসি।

দ্য সিটিজেনসদের পাশাপাশি ৫বারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে দলে ভেড়ানোর দৌড়ে রয়েছে চেলসি। এরই মধ্যে একটি বেটিং সংস্থা দলটির পক্ষে ৭/২ দরও দিয়েছে।

এখন প্রশ্ন জাগছে, তাহলে কি সত্যি সত্যি ইংলিশ প্রিমিয়ার লিগে দেখা যাচ্ছে মেসিকে? দিন যতো যাচ্ছে তার ক্লাব ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা যেনো আরো জোরালো হচ্ছে।