Search
Close this search box.
Search
Close this search box.

দুবাইয়ের সর্বোচ্চ আবাসিক ভবনে আগুন

Torch-Towerদু্বাইয়ে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে টর্চ টাওয়ার নামের ওই ভবটিতে এ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের পর ভবনটি খালি করে ফেলা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে দুবাই কর্তৃপক্ষ।

দুবাই সরকার টুইটারে জানিয়েছে, ‘টর্চ টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুবাই সিভিল ডিফেন্স সফলতার সঙ্গে টর্চ টাওয়ারের লোকদের সরিয়ে নিতে সক্ষম হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।’

chardike-ad

সামাজিক যোগাযোগমাধ্যমে ভবনের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা ৭৯ তলা ভবনটিতে আগুন লাগার পর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে শুরু করেছে। ভবনের ওপর থেকে ধ্বংসাবশেষ নিচের দিকে পড়তে দেখা গেছে পোস্ট করা কয়েকটি ভিডিওতে।

জন ও নোলান নামে এক প্রত্যক্ষদর্শী টুইটারে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘দুবাই মেরিনাতে আগুন আরো বড় হচ্ছে এবং এটি ভবনের ওপরের দিকে ছড়িয়ে পড়ছে। প্রচুর ধ্বংসাবশেষ।’

প্রসঙ্গত, একই ভবনে ২০১৫ সালে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটেছিল। ওই সময় ভবন থেকে কয়েক শতাধিক লোককে সরিয়ে নেওয়া হয়।