Search
Close this search box.
Search
Close this search box.

সরকারিভাবে বাংলাদেশ থেকে নারীকর্মী নিবে জর্দান

garmentsবাংলাদেশ থেকে সরকারিভাবে স্বল্প খরচে নারীকর্মী নেবে মধ্যপ্রাচ্যের দেশ জর্দান। পাঠানো হবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে। জর্দানের পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক চার প্রতিষ্ঠান মেশিন অপারেটর পদে ১০০৩ জন এবং এইচআর সহকারী ও মার্চেন্ডডাইজার সহকারী পদে মোট ১৩ জন কর্মী নেবে। এর মধ্যে হাই-টেক টেক্সটাইল এইচআর সহকারী ও মার্চেন্ডডাইজার সহকারী পদে মোট ১৩ জন এবং অপারেটর পদে ২৬৩ জন নেবে। অপারেটর পদে ইউনাইটেড ক্রিয়েশন ৩০০ জন, নিডেল ক্রাফট ৪১০ জন এবং মুসা ফ্যাক্টরি ৩০ জন কর্মী চেয়ে ডিমান্ড নোট জমা দিয়েছে বোয়েসেল কার্যালয়ে।

যোগ্যতা যা থাকতে হবে: বোয়েসেলের সহকারী মহাব্যবস্থাপক নূর আহমেদ জানান, জর্দানে মেশিন অপারেটর পদে বাংলাদেশের যেকোনো তৈরি পোশাক কারখানার অপারেটর পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। হাই-টেক টেক্সটাইল কর্মী হিসেবে যেতে চাইলে বয়স হতে হবে ২০-৩০-এর মধ্যে। ইউনাইটেড ক্রিয়েশনের জন্য বয়স ২০-৩৫ বছর। নিডেল ক্রাফট ও মুসা ফ্যাক্টরির জন্য প্রার্থীর বয়স ১৮-৩০ বছর। প্রার্থীদের ন্যূনতম অক্ষরজ্ঞানসম্পন্ন হতে হবে। এইচআর সহকারী ও মার্চেন্ডডাইজার সহকারী পদের জন্য যোগ্যতা কমপক্ষে স্নাতক।

chardike-ad

প্রার্থীকে বাংলাদেশের পাসপোর্টধারী হতে হবে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। নিজের সচল মোবাইল নম্বরসহ আরও দুটি নম্বর বোয়েসেলের ফরমে উল্লেখ করতে হবে।

কাগজপত্র যা লাগবে: জর্দানের নিয়োগ কর্তৃপক্ষ ও বোয়েসেল সূত্রে জানা যায়, সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য প্রার্থীর প্রয়োজনীয় কিছু কাগজপত্র সঙ্গে আনতে হবে। সাদা ব্যাকগ্রাউন্ডে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন ও চার সেট সাদা-কালো ফটোকপি। বর্তমানে কর্মরত অফিসের পরিচয়পত্র অথবা পরিচয়পত্র না থাকলে হাজিরা কার্ড, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ সঙ্গে রাখতে হবে।

মেশিন টেস্ট ও সাক্ষাৎকার: ইউনাইটেড ক্রিয়েশন, জর্দানের মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী সাইফুজ্জামান জানান, সরাসরি মেশিনে টেস্ট ও সাক্ষাৎকার নিয়ে প্রার্থীদের বাছাই করা হবে। ৪, ১১ ও ১৮ আগস্ট বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, দারুস সালাম রোড, মিরপুর ঠিকানায় বাছাই পরীক্ষা হবে। হাই-টেক টেক্সটাইল, জর্দানের উৎপাদন ব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন জানান, অপারেটর পদে আগামী ৪ ও ১১ আগস্ট সাক্ষাৎকার নেয়া হবে বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে।

তিনি আরও জানান, এইচআর সহকারী ও মার্চেন্ডডাইজার সহকারী পদের জন্যও সাক্ষাৎকার নেয়া হবে। অন্যদিকে বোয়েসেলের ওয়েবসাইট সূত্রে জানা যায়, নিডেল ক্রাফটের ডিমান্ড নোটের সর্বশেষ বাছাই পরীক্ষা নেয়া হবে ৪ আগস্ট বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে। মুসা ফ্যাক্টরির অপারেটর পদের প্রার্থীদের বাছাই পরীক্ষা নেয়া হবে ৪ আগস্ট মিরপুর-২ বাংলাদেশ-জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে। যোগ্যতা থাকলে যেকোনো অঞ্চলের প্রার্থীরা এ বাছাই পরীক্ষায় অংশ নিতে পারবে। দুই কেন্দ্রের প্রার্থীরাই সকাল ৮টায় উপস্থিত হয়ে বাছাই পরীক্ষায় অংশ নিতে পারবে। প্রথমে মেশিনে টেস্ট এবং পরে ভাইভা বা মৌখিক সাক্ষাৎকার নিয়ে বাছাই করা হবে।

বাছাইয়ের পর করণীয়: নুর আহমেদ জানান, বাছাইয়ের পর নিয়ম অনুসারে করতে হবে মেডিকেল টেস্ট ও ফিঙ্গার প্রিন্ট। মেডিকেল টেস্ট ও ফিঙ্গার প্রিন্ট কত তারিখের মধ্যে কোথায় করাতে হবে তা জানিয়ে দেবেন বোয়েসেল কর্মকর্তারা। প্রার্থীর মেডিকেল টেস্টের রিপোর্ট মেডিকেল কর্তৃপক্ষ বোয়েসেল অফিসে পাঠিয়ে দেবে তিন কার্যদিবসের মধ্যেই। বোয়েসেলের দেয়া নির্ধারিত তারিখের মধ্যেই ফিঙ্গার প্রিন্টের কাগজসহ অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে বোয়েসেল অফিসে। পরে সব বিষয় প্রার্থীর মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে। বৈধ্যপথে লেনদেনের জন্য যাওয়ার আগে প্রার্থীকে নিজ নামে নির্ধারিত ব্যাংকে হিসাব খুলতে হবে।

চাকরির শর্তাবলি: মো. ইসমাইল হোসেন ও সাইফুজ্জামান জানান, চুক্তি অনুসারে প্রাথমিকভাবে তিন বছরের জন্য নেয়া হবে। চাইলে বাড়ানো যাবে চুক্তির মেয়াদ। একজন কর্মীকে দৈনিক আট ঘণ্টা কাজ করতে হবে। সপ্তাহের ছয় দিন কাজ শেষে মিলবে একদিন ছুটি।

একজন কর্মী চাইলে অতিরিক্ত সময় কাজ করতে পারবে। সে ক্ষেত্রে অতিরিক্ত কর্মঘণ্টার মজুরি পাওয়া যাবে জর্দানের শ্রম আইন অনুসারে। নিয়োগকর্তা বা নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের থাকা-খাওয়া, পরিবহন এবং প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেবে। চাকরিতে যোগদানের বিমানভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফিরে আসার বিমানভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে।

খরচাপাতি: নুর আহমেদ জানান, নির্বাচিত প্রার্থীদের তালিকা বোয়েসেল অফিসে সংরক্ষিত থাকবে। নির্ধারিত তারিখের মধ্যে নির্বাচিত প্রার্থীদের সার্ভিস চার্জ এবং অন্য সরকারি ফি বাবদ সর্বমোট ১৭,৭৫০ টাকা পে-অর্ডারের মাধ্যমে বোয়েসেল অফিসে জমা দিতে হবে। তবে ইউনাইটেড ক্রিয়েশনের মাধ্যমে বাছাই করা কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জের টাকা কোম্পানি বহন করবে এবং হাই-টেক টেক্সটাইল সার্ভিস চার্জের টাকা কর্মীর কাজে যাওয়ার তিন মাস পর ফেরত দেয়া হবে।

এ ছাড়া প্রার্থীর মেডিকেল ফির জন্য এক হাজার টাকা, ফিঙ্গার প্রিন্টের ফি বাবদ ২২০ টাকা এবং অঙ্গীকারনামার স্ট্যাম্প ক্রয়ের জন্য ৩০০ টাকা খরচ হবে। এ ছাড়া বাড়তি কোনো ফি বা টাকা জমা দেয়া লাগবে না।

বেতন ও সুযোগ-সুবিধা: বোয়েসেল ও কোম্পানির প্রতিনিধি সূত্রে জানা যায়, অপারেটর পদে হাই-টেক টেক্সটাইল ও মুসা ফ্যাক্টরি এবং নিডেল ক্রাফট বাংলাদেশি টাকায় মাসিক বেতন দেবে ১২,৮৭০ টাকা। ইউনাইটেড ক্রিয়েশন বেতন দেবে ১২,১০০ টাকা। এর সঙ্গে পাওয়া যাবে জর্দানের শ্রম আইন অনুসারে ওভারটাইম, ইনসেনটিভ। এ ছাড়া হাজিরা ভাতা, টার্গেট ভাতা, বাত্সরিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাসসহ অন্য সুবিধা দেয়া হবে।

অপারেটর পদে একজন কর্মী সব মিলিয়ে মাসে ১৮-২০ হাজার টাকা পাবে। এইচআর সহকারী ও মার্চেন্ডডাইজার সহকারী পদের মাসিক বেতন হবে ৩৫০ ইউএস ডলার। এ পদ দুটিতে ভালো দক্ষতা দেখাতে পারলে মিলবে পদোন্নতি। বছরে মোট ১৪ দিন নৈমিত্তিক ছুটি পাওয়া যাবে এবং ডাক্তারের পরামর্শ মতো মিলবে ১৫ দিনের মেডিকেল ছুটিও। এ ছাড়া চুক্তি শেষে দেশে ফিরে আসার সময় পাওয়া যাবে এককালীন বেশ বড় অঙ্কের টাকা।

প্রয়োজনে যোগাযোগ: যেকোনো প্রয়োজনে যোগাযোগ করা যাবে বোয়েসেল অফিসে। এ ছাড়া কাজে যাওয়ার পরে কোনো সমস্যা হলে জর্দানে বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখায় যোগাযোগ করতে পারবে। বোয়েসেলের ওয়েবসাইটেও পাওয়া যাবে দরকারি সব তথ্য।

ঠিকানা: প্রবাসী কল্যাণ ভবন (পঞ্চম তলা), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন রোড (রমনা থানার পশ্চিম পাশে), রমনা, ঢাকা-১০০০। ফোন ০২-৯৩৩৬৫০৮, ৯৩৬১৫১৫ ও ৯৩৬১১২৫ ওয়েব: www.boesl.portal.gov.bd