Search
Close this search box.
Search
Close this search box.

বলের আঘাতে প্রাণ হারাল পাকিস্তানি ক্রিকেটার

jubaerফের ক্রিকেটে নেমে এলো শোকের ছায়া। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ম্যাচে খেলতে গিয়ে প্রাণ হারালেন পাকিস্তানের তরুণ উদীয়মান খেলোয়াড় জুবায়ের আহমেদ। নিজ শহর মারদানে ফখর জামান একাডেমির হয়ে খেলার সময় বোলারের বাউন্সারের আঘাতে লুটিয়ে পড়েন জুবায়ের। পরে তাকে হাসপাতালে নেয়া হলেও আর বাঁচানো যায়নি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে উদীয়মান এই ক্রিকেটারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেছে। তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটার পেজে লেখা হয়, ‘জুবায়ের এই মর্মান্তিক মৃত্যু আমাদের আরও একবার মনে করিয়ে দিল সব সময় সুরক্ষার জন্য হেলমেট পরা উচিত। জুবায়েরের পরিবারের প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড সমবেদনা জ্ঞাপন করছে।’

chardike-ad

এর আগে ২০১৪ সালের ২৫ নভেম্বর ফিলিপ হিউজের মৃত্যু ক্রিকেট বিশ্বকে কাঁদিয়েছিল। নিউ সাউথ ওয়েলসের পেসার শন অ্যাবোটের বাউন্সার হুক করতে গিয়ে বল ফিলিপ হিউজের মাথায় লাগে। হিউজকে নিয়ে যাওয়া হয় সিডনি হাসপাতালে। দুদিন পর ২৭ নভেম্বর তাকে মৃত ঘোষণা করা হয়।