Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশি ডাক্তারদের দক্ষতার নমুনা পেল সারা বিশ্ব

tofa-tohuraসংযুক্ত শরীরে জন্ম নেয়া তোফা আর তহুরাকে দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টার অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা৷ এ ধরনের একটি সফল দৃষ্টান্ত স্থাপন করায় ঐ চিকিৎসকদের অভিনন্দন জানিয়েছেন অনেকেই৷ আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে এই সফলতার গল্প৷

মঙ্গলবার সকাল ৮টায় জরুরি বিভাগের তৃতীয় তলার অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার শুরুর পর বেলা আড়াইটার দিকে বেরিয়ে এসে শিশু সার্জারি বিভাগের অধ্যাপক কানিজ হাসিনা শিউলি সাংবাদিকদের জানান, দশ মাস বয়সি তোফা ও তহুরাকে তারা সফলভাবে আলাদা করতে পেরেছেন৷ দুই শিশুকে প্রস্তুত করতে এরপর আরও প্রায় আড়াই ঘণ্টা তাদের দেহে বেশ কিছু অস্ত্রোপচার চলে৷ সব কাজ শেষ করে তাদের নিয়ে যাওয়া হয় পোস্ট অপারেটিভে৷

chardike-ad

চিকিৎসক জানান, দুই শিশুর প্রজননতন্ত্র ঠিক করতে আরও কিছু অস্ত্রোপচার করতে হবে পরে৷ এতদিন মলত্যাগের জন্য কৃত্রিম ব্যবস্থা করে রাখা হয়েছিল৷ পায়ুপথ স্বাভাবিক করতে আরও কিছু কাজ করতে হবে৷

গত বছরের ২৯ সেপ্টেম্বর জোড়া লাগানো শরীর নিয়ে জন্ম হয় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন ইউনিয়নের কৃষক রাজু মিয়া ও তার স্ত্রী শাহিদা বেগমের এই যমজ সন্তানের৷ তোফা আর তহুরার পিঠের দিক থেকে কোমরের নিচ পর্যন্ত মেরুদণ্ডের হাড় সংযুক্ত ছিল৷ মাথা-হাত-পা আলাদা হলেও তাদের মলদ্বার ছিল একটি৷ চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এমন ঘটনাকে ‘পাইগোপেগাস’ বলা হয়৷

‘পাইগোপেগাস’ ধরনের জমজ শিশুদের আলাদা করার ঘটনা বাংলাদেশে এই প্রথম৷ তাই চিকিৎসকদের এই সফলতাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই৷ হাসান মিসবাহ ফেসবুক পাতায় লিখেছেন, ‘‘একেই বলে সাফল্য৷ জোড়া লাগানো যমজ শিশু, অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয় তাদের৷ জ্ঞান ফিরেছে তাদের৷ ভালো আছে তারা৷ সফল অপারেশন শেষ হয় ৬ ঘণ্টায়৷ অংশ নেন ১৬ জন সার্জন৷ বাংলাদেশি চিকিৎসকদের অনন্য সফলতা এটি৷ এমন জোড়া শিশু আলাদা করার ঘটনা বাংলাদেশে এই প্রথম৷’’ সব চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি৷

আলী আহমাদ মাবরুর টুইটারে অভিনন্দন জানিয়েছেন এই অস্ত্রোপচারের সঙ্গে জড়িত চিকিৎসকদের৷

খাইরুন নূর ফেসবুক পাতায় লিখেছেন, ‘‘তোফা ও তহুরা এখন স্বাধীন দুই মানুষ৷ এদেশের চিকিৎসা ব্যবস্থার যারা নিন্দা করে তাদের জন্য দুই মিনিটের নীরবতা৷ জেনে রাখেন – বাংলাদেশি ডাক্তাররা পারে৷ তাদের জ্ঞান ও দক্ষতার নমুনা এখন সারা বিশ্ব জেনে গেছে৷’’

রুবেল রোহিত তোফা ও তহুরার সুস্বাস্থ্য কামনা করেছেন৷ লিখেছেন, ‘‘১৬ জন ডাক্তার ৬ ঘণ্টা টানা অপারেশন করে জোড়া লাগানো জমজ বাচ্চা দু’টোকে আলাদা করলো৷ এটা বাংলাদেশের চিকিৎসা ইতিহাসে নিঃসন্দেহে বড় সাফল্য৷ তোফা ও তহুরা ভালো থাকুক৷’’ বিবিসি বাংলা