Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশের মানুষের কষ্টে ব্যথিত ওজি কোচ

australia-coachঅস্ট্রেলিয়া দলের ভেন্যু পছন্দ না হওয়ার কারণে প্রস্তুতি ম্যাচ হচ্ছে না। ফতুল্লা স্টেডিয়াম পরিদর্শন শেষে ওজিরা আজ জানিয়ে দিলেন তারা প্রস্তুতি ছাড়াই টেস্ট খেলবেন। তাতে অবশ্য অখুশি নন ওজি কোচ লেম্যান। বরং বাংলাদেশের মানুষের কষ্ট দেখে তার মন কেঁদেছে।

‘আমাদের ম্যাচ খেলানোর জন্য বিসিবি দারুণ চেষ্টা করেছে। কিন্তু টানা বৃষ্টি ঝামেলা করল। ঢাকার আশপাশের বিভিন্ন মাঠও দেখেছি। বাংলাদেশের মানুষ যে টানা বৃষ্টিতে কষ্ট পাচ্ছে, আমরা সেটা বুঝতে পারছি। এ দেশে অনেক মানুষ দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে, আমরা তাদের সমব্যথী।’

chardike-ad

এর আগে গত শুক্রবার রাতে ৩২ জনের বহর নিয়ে বাংলাদেশে আসে টিম অস্ট্রেলিয়া। ২০০৬ সালে বাংলাদেশে দুই দলের সবশেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এরপর আর কোনো টেস্ট খেলা হয়নি। দীর্ঘ ১১ বছরের অধিক সময় পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট লড়াইয়ে নামবে মুশফিক বাহিনী।

বিগত কয়েক বছর আসবে আসবে বলেও বেশ কয়েকটা সফর বাতিল করে ওজিরা। ২০১৫ সালে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সফর বাতিল করে অস্ট্রেলিয়া। এছাড়া ২০১১ সালে বাংলাদেশ সফর করে অস্ট্রেলিয়া। সেবার এফটিপিতে পূর্ণাঙ্গ সিরিজ থাকলেও শুধু তিনটি ওয়ানডে খেলেই দেশে ফেরত যায় দলটি।

উল্লেখ্য, ২৭-৩১ আগস্ট ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এরপর ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।