Search
Close this search box.
Search
Close this search box.

মালয়েশিয়ায় অবৈধ বিদেশি কর্মী নিয়োগদাতাদের শাস্তি হবে বেত্রাঘাত

malaysiaমালয়েশিয়ায় অবৈধ বিদেশি কর্মী নিয়োগদাতাদের কঠোর শাস্তি হিসেবে বেত্রাঘাতের বিধান চালুর ঘোষণা দিয়েছে দেশটির অভিবাসন বিষয়ক বিভাগ। এ বিষয়ে আগামী সপ্তাহে অ্যাটর্নি জেনারেলের চেম্বার ও প্রধান বিচারপতির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে অভিবাসন বিভাগ।

অভিবাসন বিষয়ক বিভাগের মহাপরিচালক দাতুক মোস্তফার আলী বলেন, অবৈধ অভিবাসী নিয়োগদাতাদের শাস্তি হিসেবে বেত্রাঘাত প্রবর্তনের প্রস্তাব করা হবে।

chardike-ad

এর আগে, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী ডাতুকে নূর জাজলান মোহাম্মদ বলেছিলেন, ১৯৫৩ সালের সংশোধিত অভিবাসী আইন অনুযায়ী অবৈধ অভিবাসীদের নিয়োগদাতাদের বিরুদ্ধে ৫ হাজার মালয়েশীয় রিঙ্গিত জরিমানা ছাড়াও বেত্রাঘাতের বিধান ছিল।

তবে এই শাস্তি কখনোই প্রয়োগ করা হয়নি। আর অন্য আরেকটি ধারা অনুযায়ী, অবৈধ বিদেশি শ্রমিকদের সুরক্ষা দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত হলে নিয়োগদাতাকে ৫০ হাজার রিঙ্গিত জরিমানা ও ১২ মাস কারাদণ্ডের বিধান রয়েছে।