Search
Close this search box.
Search
Close this search box.

মুরগির দৌড় প্রতিযোগিতা

hen-racingঘোড়ার দৌড়, উটের দৌড়, ষাঁড়ের দৌড় এমনকি কুকুরের দৌড় প্রতিযোগিতার কথাও শোনা গেছে। কিন্তু মুরগিরও দৌড় প্রতিযোগিতা হয়, এমনটা মনে হয় শোনেননি অনেকেই।

সাম্প্রতিক সপ্তাহেই ইংল্যান্ডের ডার্বিশায়ারে অনুষ্ঠিত হয়ে গেল মুরগির দৌড় প্রতিযোগিতা । এতে প্রায় ৩০-৪০ টি মুরগি অংশ গ্রহণ করে। তবে ইংল্যান্ডের ডার্বিশায়ারে প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে আসছে মুরগির দৌড় প্রতিযোগিতা । ডার্বিশায়ারের বনসালের বার্লে মো ইন গ্রামে আয়োজিত এই প্রতিযোগিতার ঐতিহ্য প্রায় একশ’ বছরের।

chardike-ad

এবার ৯ বছর বয়সি স্কুলছাত্র জ্যাক অ্যালস্প, বিজয়ী মুরগির ট্রেইনারটির ছিল। তিনি গত ২০১৩, ২০১৫ এবং ২০১৬ প্রত্যেকটি ইভেন্টেই জিতেছেন।
জ্যাক এর মুরগিটি মাত্র ৫ সেকেন্ডের কম সময়ের মধ্যেই জিতে যায়। সূত্র: হাফিংটন পোস্ট