Search
Close this search box.
Search
Close this search box.

শাকিবার হাতটিও দেখতে মুক্তার হাতের মতো

shakibaসাতক্ষীরার আলোচিত কিশোরী মুক্তার মতো বিরল রোগে আক্রান্ত দুই বছর বয়সী আরও এক শিশুর সন্ধান পাওয়া গেছে। শিশুটির নাম শাকিবা। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের আক্কেলপুর গ্রামের আব্দুল সাওারের মেয়ে।

২০১৫ সালে জন্মগ্রহণ করে শাকিবা। জন্মের সময় ডান হাতে আবরণ দেখা যায়। সেই থেকে সেটি বড় হতে থাকে। বাবা-মা তাকে ঢাকায় চিকিৎসা করালেও কোনো লাভ হয়নি। এখন শাকিবার হাত দেখলে অনেকেই ভয় পায়।

chardike-ad

শাকিবার বাবা আব্দুল সাত্তার কৃষিকাজ করেন। তার পক্ষে মেয়ের চিকিৎসা করানো এখন অসাধ্য হয়ে পড়েছে। তিনি জানান, আমার পক্ষে মেয়ের চিকিৎসা করানো আর সম্ভব নয়, যা ছিল সব শেষ করে ফেলেছি তার জন্য। সরকার সহযোগিতা করলে চিকিৎসা হবে। তাছাড়া হবে না।

শাকিবার মা ছাবিনা বেগম বলেন, আমি তো আমার মেয়ের কষ্ট বুঝি। আমাদের চিকিৎসা করার মতো অবস্থা নেই। দেশ-বিদেশের সবাই যদি এগিয়ে আসে তাইলে আমার মেয়ের চিকিৎসা হবে।

এ প্রসঙ্গে মানবসেবী মামুন বিশ্বাস বলেন, চাঁপাইনবাবগঞ্জের এক ভাইয়ের কাছ থেকে তথ্য ও ছবি পেয়ে ফেসবুকে পোস্ট করেছি। আমার বিশ্বাস শাকিবার দায়িত্বও সরকার নেবে।