Search
Close this search box.
Search
Close this search box.

আমেরিকার সাথে যৌথ নৌমহড়ায় নামবে দক্ষিণ কোরিয়া

usa-rono-toriআমেরিকা ও দক্ষিণ কোরিয়া যৌথ নৌমহড়ায় নামবে এবং মহড়ায় মার্কিন একটি রণতরিও অংশ নেবে। দক্ষিণ কোরিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম আজ (সোমবার) এ খবর দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার ইয়োনহ্যাপ সংবাদ সংস্থা আরো জানিয়েছে, কোরিয় উপদ্বীপের কাছেই অনুষ্ঠিত হবে মহড়া। দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদে দেয়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দেয়া হলেও মহড়ায় অংশগ্রহণকারী মার্কিন রণতরির নাম উল্লেখ করা হয়নি।

chardike-ad

পাশাপাশি দক্ষিণ কোরিয়া, আমেরিকা এবং জাপান যৌথ ক্ষেপণাস্ত্র মহড়াও চালাবে। চলতি মাসের শেষ বা আগামী মাসের প্রথম দিকে এ মহড়া চালানো হবে।

পিয়ংইয়ংয়ের পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে যখন কোরিয় উপদ্বীপে উত্তেজনা প্রচণ্ড তুঙ্গে তখনই অনুষ্ঠিত হতে চলেছে এ সব মহড়া।