Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরিস্থিতি নিয়ে হিলারিকে দুষলেন ট্রাম্প

trumpউত্তর কোরিয়ার চলমান ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর জন্য হিলারি ক্লিনটনকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সাধারণ পরিষদে দেওয়া ট্রাম্পের দেয়া ভাষণের সমালোচনা করার পরিপ্রেক্ষিতে হিলারি সম্পর্কে টুইটারে এ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছেন, পরমাণু কর্মসূচি থেকে সরে না আসলে ‘উত্তর কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। রকেট ম্যান (কিম জং উন) নিজে এবং তার দেশকে আত্মঘাতী অভিযানের দিকে পরিচালিত করছে।’ এছাড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শিগগিরই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ যাবতকালের সবচেয়ে শক্তিশালী বাহিনী হতে যাচ্ছে।

chardike-ad

মঙ্গলবার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে হিলারি ক্লিনটন বলেছেন, তিনি সাধারণ পরিষদে দেওয়া ট্রাম্পের ভাষণের কিছু অংশ শুনেছেন। তার কাছে মনে হয়েছে, এটা ছিল ‘বেশ অন্ধাকারাচ্ছন্ন ও বিপজ্জনক’ এবং ‘বিশ্বের শ্রেষ্ঠ একটি দেশের নেতার যেমন ভাষণ দেওয়া উচিৎ ছিল এটি তেমন ছিল না।’

উত্তর কোরিয়ার ব্যাপারে ট্রাম্পের হুমকি প্রসঙ্গে হিলারি বলেন, ‘আপনাকে কূটনীতি দিয়ে কাজ করতে হবে। যেভাবে পারেন সংঘর্ষ যাতে এড়ানো যায় সেই প্রতিশ্রুতি নিয়ে আপনাকে কাজ করতে হবে।’

মঙ্গলবার রাতে হিলারির এই মন্তব্যের সমালোচনা করে ট্রাম্প লিখেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি উত্তর কোরিয়াকে গবেষণা ও পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দিয়েছিলেন। সেই হিলারি এখন সমালোচনা করছে।’