Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়া সংকট: হুমকিমূলক সমাধান নাকচ করল চীন

loo-cangউত্তর কোরিয়ার পরমাণু সংকট নিয়ে যেকোনো হুমকিমূলক সমাধানের কথা নাকচ করে দিয়েছে চীন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সামরিক ব্যবস্থার নেয়ার সম্ভাবনার ইঙ্গিত দেয়ার পর বেইজিং তা নাকচ করল।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, পরমাণু ইস্যুতে কোরিয় উপদ্বীপের ঘটনাবলী এ কথা প্রমাণ দিচ্ছে যে, মৌখিক হুমকি হোক আর বাস্তবে সামরিক ব্যবস্থার হুমকি হোক- এর কোনোটিই সমস্যা সমাধানের পথ দেখাবে না। বরং সামরিক ব্যবস্থার হুমকি শুধু উত্তেজনা বাড়াবে এবং এ অঞ্চলকে পরমাণু নিরস্ত্রীকরণের প্রচেষ্টা জটিল ও কঠিন করে তুলবে।

chardike-ad

গতকাল মার্কিন প্রতিরক্ষামন্ত্র্রী জেমস ম্যাটিস উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানের সম্ভাবনার কথা বলেছেন যার কারণে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হামলার ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে গেছে। এ অবস্থায় উত্তর কোরিয়ার সীমান্তবর্তী একটি গ্রামে আজ আমেরিকা ও দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া চালিয়েছে।