Search
Close this search box.
Search
Close this search box.

ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘সিউল অভিবাসী চলচ্চিত্র উৎসব ঢাকা-২০১৭’

film-festivalঢাকার শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে ‘সিউল অভিবাসী চলচ্চিত্র উৎসব ঢাকা-২০১৭’। এশিয়া মিডিয়া কালচারাল ফ্যাক্টরি (দক্ষিণ কোরিয়া) এবং জলজ মুভি (বাংলাদেশ) যৌথভাবে প্রথমবারের মতো আয়োজন করে এই উৎসব।

এই উৎসবে প্রদর্শিত হয় বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসী শ্রমিকদের নির্মিত ৭টি চলচ্চিত্র। উদ্বোধনী পর্বে অতিথি ছিলেন অধ্যাপক গীতি আরা নাসরিন। তিনি বলেন, ‘আমার কাছে ব্যাপারটা ভালো লেগেছে। এখন ফেসবুক ও অনান্য মাধ্যমের কারণে রঙচঙ ব্যাপারগুলো আমরা দেখতে পাই। আসল সত্যিটা কম প্রকাশ হয়। অভিবাসীরা কি অবস্থায় আছেন তার প্রকৃত অবস্থা আমরা এখন চলচ্চিত্রে দেখতে পাচ্ছি। বিশেষ করে ব্যাপারটা যদি শ্রমিকদের দ্বারা নির্মিত চলচ্চিত্র শ্রমিকদের নিয়ে করা হয়।’

chardike-ad

এ সময় আরো উপস্থিত ছিলেন- চলচ্চিত্র নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, জুনায়েদ হালিম, শ্রমিক নেতা মোশরেফা মিশু। সূচনা সঙ্গীত পরিবেশন করে সমগীত ও চিত্রপট। আয়োজক জলজ মুভির সাইফুল জার্নাল বলেন, ‘প্রতিটি মানুষের শিল্প-মন থাকে, একজন শ্রমিক সারাদিন কারখানাতে কাজ করেও তার মনে চলচ্চিত্র বানানোর স্বপ্ন থাকে, তার আশা-আকাঙ্খা ও অভিজ্ঞতা প্রকাশের জন্য চলচ্চিত্রকে বেছে নেয়, তাদের নির্মাণগুলো আমরা দেখতে চাই এবং দেখাতে চাই। প্রথমবারের মতো এই আয়োজন সবাইকে নতুন এক অভিজ্ঞতা দেবে।’

বিকেল সাড়ে ৪টায় উৎসব শুরু হয়ে চলে রাত ১০ পর্যন্ত। প্রদর্শিত হয়- ‘দ্যা ট্রাবল্ড ট্রুবেডর’, ‘হুড’, ‘ডায়াস্পারা’, ‘মুক্তার মামা’, ‘রিচ ড্যাড পোর ড্যাড’, ‘সি রোজ এগেইন’, ‘সেইভইয়র’। প্রতিটা চলচ্চিত্র প্রদর্শনীর পর একজন বক্তা প্রদর্শিত চলচ্চিত্র নিয়ে কথা বলেন।

আলোচকদের মধ্যে ছিলেন- অধ্যাপক ফাহমিদুল হক, আল আসাদ করিম, বেলায়াত হোসেন মামুন, অং রাখাইন।