Search
Close this search box.
Search
Close this search box.

নতুন আরেকটি ট্যাব আনল স্যামসাং

samsung-taগ্যালাক্সি ট্যাব এ (২০১৭) নামে নতুন একটি ট্যাব এনেছে স্যামসাং। ট্যাবটি বাজারে ছাড়া নিয়ে কয়েক সপ্তাহ ধরে গুঞ্জন চলছিল। কোয়াড কোর সিপিইউ সমৃদ্ধ ট‍্যাবে রয়েছে ৫ হাজার মিলিঅ‍্যাম্পিয়ার ব‍্যাটারি। ৮ ইঞ্চি ডিসপ্লের ট‍্যাবটির রেজুলেশন হলো ১২৮০×৮০০ পিক্সেল।

২ জিবি র‍্যামের পাশাপাশি এতে রয়েছে ১৬ জিবি ইন্টারনাল মেমোরি। ট্যাবটির পুরুত্ব হলো ২১২.১×১২৪.১×৮.৯ এমএম এবং ওজন হল মাত্র ৩৬৪ গ্রাম।

chardike-ad

ছবি তোলার জন্য ট্যাবের পিছনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক‍্যামেরা; যার অ‍্যাপাচার এফ/১.৯। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক‍্যামেরা।

অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ‍্যান্ড্রয়েড ৭.১ নোগাট। এ ছাড়া রয়েছে ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস ইত্যাদি সুবিধা।

বর্তমানের ট্যাব ভিয়েতনাম বাজারে বিক্রি শুরু হয়েছে। মূল্য নির্ধারণ করা হয়েছে ২৮৫ মার্কিন ডলার। দ্রুতই বিশ্বের অন্যান্য দেশে বিক্রি শুরু হবে বলে জানিয়েছে স্যামসাং।