Search
Close this search box.
Search
Close this search box.

নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল রাশিয়া

russia-icbmরাশিয়া নতুন প্রজন্মের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম আরএস-২৪ ইয়ারসের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। আজ (বুধবার) উত্তরাঞ্চলীয় রাশিয়ার প্লেসতেক কমসোড্রোমের ভূগর্ভস্থ কেন্দ্র থেকে এ পরীক্ষা চালানো হয়।

ছয় হাজার কিলোমিটার দূরের কামচাটকার কুরা পরীক্ষা কেন্দ্রের লক্ষ্যবস্তুতে সফলভাবে আরএস-২৪ আঘাত হেনেছে বলে জানানো হয়েছে। নতুন প্রজন্মের আইসিবিএমের রকেটের নির্ভরযোগ্যতা যাচাই করে দেখাই এ পরীক্ষা প্রধান উদ্দেশ্য ছিল বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

chardike-ad

তিন থেকে ছয়টি ওয়ারহেড বহনে সক্ষম এ ক্ষেপণাস্ত্রের পাল্লা ১২ হাজার কিলোমিটার এবং একই ক্ষেপণাস্ত্র থেকে ওয়ারহেডগুলো আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত হাতে পারে। এক দশক আগে প্রথম এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছিল এবং গত সাত বছর ধরে রুশ কৌশলগত বাহিনী এটি ব্যবহার করছে।

কঠিন জ্বালানি পরিচালিত রকেটটি তোপল-এম ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ। ভূমি বা গাড়ি থেকে সমভাবে উৎক্ষেপণ করা যায় আরএস-২৪ ইয়ারস ক্ষেপণাস্ত্র।