Search
Close this search box.
Search
Close this search box.

ভারতের হারে রানার্সআপ বাংলাদেশ

football-bdস্বাগতিক ভুটানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে আজ শিরোপা জয়ের পথটা অনেকেটাই এগিয়ে রেখেছিল বাংলাদেশ। শর্ত ছিল পরের ম্যাচে নেপালের বিপক্ষে ভারত জয় কিংবা অন্তত ড্র করলেই শিরোপা জিতবে বাংলাদেশ। কিন্তু ভারতকে ২-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার উচ্ছ্বাসে মাতে নেপাল। তাই রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশকে।

ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে এর আগে জাফর ইকবালের জোড়া গোলে ভুটানকে ২-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। পয়েন্ট সমান ৯ করে হলেও নিজেদের মধ্যকার ম্যাচে বাংলাদেশকে হারানো নেপালই শিরোপা ধরে রাখল। গতবার অনূর্ধ্ব-১৯ পর্যায়ের এই প্রতিযোগিতার ফাইনালে ভারতকে হারিয়ে সেরা হয়েছিল তারা।

chardike-ad

নেপালের বিপক্ষে আজ ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়ে ভারত। শুরুতে ফ্রি কিকে নেপালকে এগিয়ে নেন দিনেশ হেনজান। ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলটিও করেন এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত এই ব্যবধান জয় নিয়ে শিরোপার উচ্ছ্বাসে মাতে নেপাল। আর তাতেই রানার্সআপ হয়ে দেশে ফিরতে হচ্ছে এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলা বাংলাদেশকে।