Search
Close this search box.
Search
Close this search box.

রোহিঙ্গা ইস্যুতে মাঠে নামল চলচ্চিত্র পরিবার

cinema-actressরোহিঙ্গা ইস্যু নিয়ে এবার মাঠে নেমেছে ঢাকাই চলচ্চিত্রের তারকা কলাকুশলীরা। রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে চলচ্চিত্রের ১৮ সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবার সোমবার সকাল ১১টায় রাজধানীর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে জুনিয়র-সিনিয়র অভিনেতা-অভিনেত্রীসহ পরিবারের অনেক সদস্যই উপস্থিত ছিলেন।

মানবন্ধনে চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক চিত্রনায়ক ফারুক বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, বাপদাদার ভিটেমাটি থেকে রোহিঙ্গাদের উচ্ছেদ করে দেয়া হয়েছে। তারা প্রাণ বাঁচাতে বর্ডার ক্রস করে আমাদের দেশে আসছে। আমাদের দেশের প্রতিটি মানুষ অন্যকে ভালোবাসতে জানে বলেই তাদের আশ্রয় দিচ্ছে। মিয়ানমারের নেত্রী সুচি হচ্ছেন একজন পুতুল। আর পুতুলের হাতে কখনো নোবেল পুরস্কার দিতে নেই। ধিক্কার জানাই নিষ্ঠুর সুচির সরকারকে। এ ছাড়াও রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য দেশনেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।

chardike-ad

রিয়াজ তার বক্তব্যে বলেন, মন ভেঙে যায় মানুষ হয়ে মানুষের এমন দুর্দশা দেখে। আমি গর্ববোধ করি বাংলাদেশের নাগরিক হিসেবে। কারণ, সারা বিশ্ব যখন ভাবছে তখন আমার ছোট্ট দেশটি লাখ লাখ বাস্তুহারা মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের নেতা শেখ হাসিনাকে শ্রদ্ধা জানাই এমন মানবিক অবস্থানের জন্য।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, মেনে নেয়া খুবই কষ্টকর এত এত মানুষ অমানবেতর জীবন-যাপন করছে। আমরা এর সুষ্ঠু সমাধান চাই দ্রুত। মিয়ানমারের পাষণ্ড সরকারের প্রতি ঘৃণা রইল।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, ফেরদৌস, রোজিনা, সাইমন, শান আরাফ, মহাসচিব বলিউল আলম খোকন, বজলুর রশিদ চৌধুরী, মোহাম্মদ হোসেন জেমি প্রমুখ।