Search
Close this search box.
Search
Close this search box.

গবেষণার জন্য জাপান যাচ্ছে নোবিপ্রবির ২ শিক্ষার্থী

nstuজাপানের কুমামোতো বিশ্ববিদ্যালয়ে ‘Sakura Exchange Program in Science’ এর জন্য মনোনীত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুই শিক্ষার্থী।

মনোনীত শিক্ষার্থীদ্বয় হলেন বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল আলমের অধীনে স্নাতকোত্তরের তানিয়া শবনম বিনতে মনির ও শারমিন আক্তার।

chardike-ad

জানা যায়, জাপান বিজ্ঞান ও প্রযুক্তি এজেন্সির আমন্ত্রণে কুমামোতো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর Dr. Makoto Takafuji এর তত্বাবধানে আগামী ১২-২০ নভেম্বর ২০১৭ তারিখে বিশ্ববিদ্যালয়য়ের Ihara Laboratory তে গবেষণার জন্য অবস্থান করবেন তারা।

এদিকে আজ সোমবার সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান মনোনীত শিক্ষার্থীদ্বের হাতে জাপান বিজ্ঞান ও প্রযুক্তি এজেন্সির আমন্ত্রণপত্র তুলে দেন।