Search
Close this search box.
Search
Close this search box.

ধর্ষণের মিথ্যা অভিযোগ করে জেলে গেলেন নারী

rebeccaবয়সে ছোট এক ব্যক্তিকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন রেবেকা পালমার। এরপর সেই তরুণ সেনাসদস্য তাকে প্রত্যাখ্যান করেন। তবে এর প্রতিশোধ নিতে চেয়েছিলেন সে নারী ভয়ঙ্করভাবে। তিনি মিথ্যা মামলা করেছিলেন ধর্ষণের। তবে তদন্তে সে অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়।

ইংল্যান্ডের সুইন্ডনে বাস করেন ২৬ বছর বয়সী নারী রেবেকা। তিনি তার চেয়ে বয়সে চার বছরের ছোট সেই তরুণকে প্রেমের প্রস্তাব দেন। প্রস্তাব প্রত্যাখ্যান করায় এরপর রেবেকা তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ করেন আদালতে। এসব অভিযোগের মধ্যে ছিল ধর্ষণ ও প্রতারণা।

chardike-ad

বিষয়টির তদন্ত করা হলে দেখা যায়, ধর্ষণে অভিযুক্ত তরুণ সম্পূর্ণ নির্দোষ। অন্যদিকে সে নারী অভিযোগ পোক্ত করার জন্য বেশ কয়েকটি মিথ্যা ও জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন।

তিনি নিজেদের মিথ্যা ছবি তৈরি করে তা অনলাইনে ছেড়েছিলেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও ভুয়া প্রোফাইল তৈরি করে তা ব্যবহার করে সেই তরুণকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন। এরপর উইনচেস্টার ক্রাউন কোর্টে সে নারীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। এতে আদালত তার পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেয়।

সূত্র : ডেইলি মেইল