Search
Close this search box.
Search
Close this search box.

মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপ হকির চ্যাম্পিয়ন ভারত

india-hockeyদশম এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রোববার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে তারা ২-১ গোলে হারিয়েছে মালয়েশিয়াকে। ভারত প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল। ভারতের হয়ে গোল করেছেন রমনদ্বীপ সিং ও ললিত উপধায়। মালয়েশিয়ার পক্ষে একটি মাত্র গোল করেছেন শাহরিল সাবা।

এশিয়া কাপ হকিতে এটি ভারতের তৃতীয় শিরোপা। এর আগে ২০০৭ সালে নিজ দেশে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। মালয়েশিয়ার এটি এশিয়া কাপে সর্বোচ্চ সাফল্য। এই প্রথম ফাইনাল খেললো তারা।

chardike-ad

খেলা তৃতীয় মিনিটে গড়াতেই গোলের উৎসব ভারতের। একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন রমনদ্বীপ সিং। বিরতি বাঁশির ঠিক আগে ব্যবধান বাড়ায় ভারত। সুমিতের বাড়ানো বলে ললিত উপধায়ের দুর্দান্ত কানেক্টে স্বস্তি নিয়েই বিরতিতে যায় ভারত।

৫০ মিনিটে ব্যবধান কমায় মালয়েশিয়া। রহিম রাজি বাম দিক দিয়ে ঢুকে বল ঠেলে দেন ভারতের শ্যুটিং সার্কেলে। শাহরিল সাবা চলন্ত বলে দুর্দান্ত গোল করলে স্কোরবোর্ডে ভেসে উঠে ২-১।