Search
Close this search box.
Search
Close this search box.

মালয়েশিয়ার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও হলেন বাংলাদেশি আবরার

anwar-abrarমালয়েশিয়ার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হয়েছেন বাংলাদেশের আবরার আনোয়ার। আগামী ১ নভেম্বর থেকে দায়িত্ব পালন করবেন তিনি। স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে অধিষ্ঠিত হওয়ায় মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আবরার আনোয়ারকে অভিনন্দন জানিয়েছেন।

আবরার আনোয়ার ২০১১ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড, বাংলাদেশ শাখায় যোগ দেন। ২০১৪ সাল পর্যন্ত কর্পোরেট ক্লায়েন্ট কভারেজ বিজনেসম্যান হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৫ সালের জানুয়ারিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদের দায়িত্ব নেন তিনি।

chardike-ad

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আসিয়ান ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সিইও এনা মার্স তার সম্পর্কে বলেন, ‘আমরা অনেক আশাবাদী যে, আবরারের দক্ষ নেতৃত্ব ও ব্যাংকিং শিল্পের জ্ঞান মালয়েশিয়ায় আমাদের ব্যাংকিং ব্যবসাকে আরো সমৃদ্ধ করতে সাহায্য করবে’।

জানা গেছে, কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্যে আবরার আনোয়ারের ২৬ বছরের অভিজ্ঞতা রয়েছে।