Search
Close this search box.
Search
Close this search box.

যেখানে টয়লেটে যেতে হয় ছাতা নিয়ে!

bizarre-toilets-umbrellaচংকিং শহর চীনের একটি অন্যতম পর্যটন কেন্দ্র। সারা বছরই সেখানে লেগে থাকে পর্যটকদের ভীড়। তবে ওই শহরের পর্যটকদের একটা বিব্রতকর অবস্থার মুখোমুখি হতে হয়। যেখানে ছাদ ছাড়াই তাদের খোলা আকাশের নিছে টয়লেট করতে হয়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছাদহীন টয়লেটের ছবি। চিনের বিখ্যাত পর্যটন স্থল চংকুইং-য়ে তৈরি হয়েছে এইসব টয়লেট।

chardike-ad

bizarre-toilets-umbrellaছবিতে দেখা যাচ্ছে তিন দেওয়ালের মধ্যেই নিজের কাজ সারছেন সকলে। টয়টেলের উপরে নেই কোনো ছাদ ফলে বাধ্য হয়ে ছাতার ভরসায় খোলা আকাশে নিচেই হাল্কা হতে হচ্ছে সকলকে।

তবে নানান রঙের এই অদ্ভুত টয়লেট দেখে ক্ষেপে যান অনেক পর্যটকই। কারণ এভাবে খোলা আকাশের তলে প্রাকৃতিক কর্ম করতে অনেকেই ইচ্ছুক না।