আবারও শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

আবারও শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া। স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) সকালে এ ভূমিকম্প আঘাত হানে। তাৎক্ষণিকভাবে এতে গুরুতর ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর এবিসি নিউজের।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল আচেহ প্রদেশের উপকূলীয় জেলা সিংকিলের ৪০ কিলোমিটার (২৫ মাইল) দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৭ কিলোমিটার (২৩ মাইল)।

তবে এ ভূমিকম্পের পর কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি।

এর আগে গত ১০ জানুয়ারি ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের তানিমবার দ্বীপ। ভূকম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই আতঙ্কিত হয়ে রাস্তায় বের হয়ে আসেন বাসিন্দারা। ওই ঘটনায় প্রাণহানির কোনো খবর পাওয়া না গেলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শক্তিশালী ওই ভূমিকম্পের পর পুরো এলাকাজুড়ে তিন ঘণ্টার জন্য সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তী সময়ে তা তুলে নেয় স্থানীয় কর্তৃপক্ষ।

এ ছাড়া গত বছরের শেষে জাভা প্রদেশের পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে তিন শতাধিক মানুষ প্রাণ হারান। ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার ঘরবাড়ি।