
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম। অনেকের কাছে তিনি রফিকুল ইসলাম মাদানী নামে পরিচিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কড়া সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে জানিয়েছেন, এ দেশে করিডরের নামে মার্কিনিদের ঘাঁটি তৈরির উদ্যোগ নিয়েছেন ড. ইউনূস। এ উদ্যোগ জাতি মানবে না।
শনিবার (৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দেন রফিকুল ইসলাম মাদানী। সেখানে তিনি লিখেছেন, ‘জাতিকে বিভিন্ন ইস্যুতে ব্যস্ত রেখে, মানবিক করিডরের নামে এ দেশে মার্কিনিদের ঘাঁটি তৈরির পথ সহজ করবেন—আপনি যদি পশ্চিমকে খুশি করে জাতিসংঘের মহাসচিবও হয়ে যান, তবুও জাতি আপনাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে! অতএব এই দুরভিসন্ধি বন্ধ করুন।’
ফেসবুক ও ইউটিউবে রফিকুল ইসলামের যে-সব ছবি ও ভিডিও আছে, তা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, কণ্ঠ, শারীরিক গঠন ও মুখাবয়বের কারণে রফিকুল ইসলামকে কম বয়েসি ছেলেদের মত মনে হয়। তবে জানা গেছে, ১৯৯৪ সালে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় তার জন্ম। সে হিসেবে তার বর্তমান বয়স ৩১ বছর।