Logo
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

লন্ডন অলিম্পিকে দক্ষিন কোরিয়ার ১০০তম স্বর্ণলাভ

প্রকাশিত - রবিবার, ৫ অগাস্ট ২০১২, ৫:৫৪ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্টঃ দক্ষিন কোরিয়া লন্ডন অলিম্পিকে তাদের ইতিহাসের ১০০তম স্বর্ণের দেখা পেয়েছে গত শুক্রবার। পুরুষ ফেন্সিং টিম রোমানিয়াকে হারিয়ে এই গৌরবউজ্জ্বল ইতিহাসের জন্ম দেয়।এই পর্যন্ত অলিম্পিকের ইতিহাসে ১৬টি দেশ ১০০এর বেশি স্বর্ণপদক পেয়েছে।

লন্ডন অলিম্পিকে এই পর্যন্ত দক্ষিন কোরিয়া ৯টি স্বর্ণসহ ১৭টি পদক নিয়ে চীন, আমেরিকা এবং ইংল্যান্ডের পরেই চতুর্থ স্থানে রয়েছে। দক্ষিন কোরিয়া ১৯৪৮ সালে প্রথম অলিম্পিকে অংশ নিলেও প্রথম স্বর্ণের দেখা পায় ১৯৭৬ অলিম্পিকে।পরবর্তীতে বেইজিং অলিম্পিকে ১৩টি স্বর্ণসহ ৩১টি পদক নিয়ে দক্ষিন কোরিয়া চমক সৃষ্টি করে। এবারের অলিম্পিকে ইতিমধ্যেই ৯টি গোল্ড পাওয়ায় নিজেদেরকে ছাড়িয়ে যাবেন বলে আশা করছে সমর্থকরা।

প্রিন্ট করুন - ফিরে যান


স্বত্ব © বাংলা টেলিগ্রাফ
একটি ‘ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভস বাংলাদেশ’ প্রকাশনা