সোমবার । জুন ২৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ছবি সংবাদ ৮ অগাস্ট ২০১৪, ৭:০১ পূর্বাহ্ন
শেয়ার

ইসরাইলে কোন অস্ত্র বিক্রি নয়


PYH2014080705880031500_P2

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোরিয়ার সদস্যরা ইসরাইলে সকল প্রকার  অস্ত্র রপ্তানি বন্ধ করার জন্য  গতকাল সউলের খোয়াংহোয়ামুনে সমাবেশ করে। গত পাঁচ বছরে দক্ষিণ কোরিয়া ইসরাইলে ২২.৭ বিলিয়ন ওন ( ২১.৯ মিলিয়ন ইউ এস ডলার) মূল্যের অস্ত্র  এবং গোলাবারুদ বিক্রি করেছে বলে তারা দাবি করেন।