৭০ মিনিট পর্যন্ত ম্যাচের স্কোর ছিল গোল শূন্য। শেষ ১৮ মিনিটে ম্যাচের ভাগ্য বদলে নকআউট নিশ্চিত করেছে ইন্টার মিলান। ক্লাব বিশ্বকাপে তারা ২-০ গোলে জিতে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটকে বিদায় করেছে। তাতে গ্রুপ-ই থেকে গ্রুপ জয়ী হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব।
দ্বিতীয়ার্ধে রিভার প্লেট দশ জনের দলে পরিণত হওয়াতে কপাল খুলে চ্যাম্পিয়ন্স লিগ রানার্স আপদের। ৬৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লুকাস মার্টিনেজ। সেই সুযোগে ৭২ মিনিটে শুরুর গোলটি করেছেন ফ্রান্সেসকো এসপোসিতো।
ইন্টারের হয়ে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে গোল করেছেন ১৯ বছর বয়সী এসপোসিতো। তার পর যোগ হওয়া সময়ে ৯০+৩ মিনিটে ব্যবধান বাড়িয়েছেন বাস্তোনি। শেষ দিকে আবারও লোক কমে রিভার প্লেটের। গোলমাল তৈরি করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গঞ্জালো মন্তিয়েল।
২০ বারের ইতালিয়ান চ্যাম্পিয়নরা এখন নকআউটে মুখোমুখি হবে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেজের। শেষ ষোলোতে চার ব্রাজিলিয়ান ক্লাবের মধ্যে চারটি-ই নকআউট নিশ্চিত করেছে। গ্রুপ পর্বে বিদায় নিয়েছে আর্জেন্টাইন সব ক্লাব।
এই জয়ে ইন্টার মিলান গ্রুপ ‘ই’ এর শীর্ষে থেকে দ্বিতীয় রাউন্ডে পৌঁছায়, তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। মোন্টেররে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে, যারা একই রাতে উরাওয়া রেড ডায়মন্ডসকে ৩-০ গোলে হারিয়েছে। রিভার প্লেট ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং উরাওয়া রেড ডায়মন্ডস শূন্য পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে শেষ করেছে।