
বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের নতুন পরিচালক জ্যঁ পেম আগামীকাল দায়িত্ব গ্রহণ করবেন। সোমবার (৩০ জুন) বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করা এবং আর্থিক ব্যবস্থাকে অধিক সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক করার ক্ষেত্রে জ্যঁ পেমে’র ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।
ফরাসি নাগরিক জ্যঁ পেম একজন প্রকৌশলী। তিনি ২০০৩ সালে বিশ্বব্যাংকে জ্যেষ্ঠ অবকাঠামো বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন এবং পরবর্তী সময়ে বিশ্বব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে বিশ্বব্যাংকের বেসরকারি খাত উন্নয়ন বিভাগ-আইএফসি’তেও নেতৃত্ব দেন।
তিনি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় আর্থিক খাত বিষয়ে কাজ করেছেন। বর্তমান দায়িত্ব পাওয়ার আগে তিনি বিশ্বব্যাংকের ফাইন্যান্স গ্লোবাল ডিরেক্টর ছিলেন।
স্বাধীনতার পরপরই বাংলাদেশে উন্নয়ন সহযোগী হিসেবে যুক্ত হয় বিশ্বব্যাংক। এখন পর্যন্ত তারা বাংলাদেশে ৪৬ বিলিয়ন ডলারের বেশি অনুদান ও স্বল্পসুদে ঋণ দিয়েছে। বর্তমানে বাংলাদেশে বিশ্বব্যাংকের সবচেয়ে বড় আইডিএ কর্মসূচি চলমান রয়েছে, এতে প্রতিশ্রুতির পরিমাণ ১৫.৪ বিলিয়ন ডলার।