
আবারও লিওনেল মেসিকে দলে নিতে মরিয়া চেষ্টা শুরু করেছে সৌদি আরবের ক্লাব আল-আহলি। ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানায়, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও আর্জেন্টাইন মহাতারকাকে দলে টানতে আগাম আলোচনা শুরু করেছে সৌদির এই ক্লাবটি।
আল-আহলির বোর্ডের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, “মেসিকে নিতে যা কিছু প্রয়োজন, সবই করা হবে।” জানা গেছে, সৌদি কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরেই মেসির সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছেন। এর আগেও, ২০২৩ সালে পিএসজি ছাড়ার সময় সৌদি ক্লাবগুলো তাকে লিগে আনতে চেয়েছিল, কিন্তু মেসি সে সময় যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিকে বেছে নেন।
মায়ামির হয়ে দুই মৌসুমে সাপোর্টারস শিল্ড ও লিগস কাপ জিতেছেন মেসি। তবে এখনও অধরা রয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) মূল শিরোপা। এদিকে, আল-আহলি সম্প্রতি এশিয়ান চ্যাম্পিয়নস লিগ জিতে নিজেদের সাফল্যের তালিকায় নতুন পালক যোগ করেছে। ক্লাবটিতে রয়েছেন ফিরমিনো, মাহরেজ, গালেনো ও ইভান টনির মতো তারকা ফুটবলার।
যদি সবকিছু পরিকল্পনামতো এগোয়, তবে সৌদি লিগে ফের মুখোমুখি হতে পারেন ফুটবল বিশ্বের দুই প্রতিদ্বন্দ্বী—ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। সৌদি ফুটবল কর্তৃপক্ষের লক্ষ্য পরিষ্কার: বৈশ্বিক দর্শকদের আকর্ষণ করতে আরও বড় তারকাকে লিগে যুক্ত করা। এবার তারা তাকিয়ে রয়েছে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের দিকেই।