ফ্লুমিনেন্সিকে ২-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ইংলিশ ক্লাব চেলসি। মঙ্গলবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে জয় পায় প্রিমিয়ার লিগের এই দলটি। চেলসির জয়ের নায়ক ছিলেন হোয়াও পেদ্রো, যিনি নিজের শৈশবের ক্লাবের বিপক্ষে জোড়া গোল করেন।
ম্যাচের ১৮ মিনিটেই চেলসিকে এগিয়ে দেন পেদ্রো। প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে বক্সের বাইরে থেকে এক অসাধারণ বাঁকানো শটে বল জালে জড়ান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ফ্লুমিনেন্সিই ছিল তার ফুটবলে পেশাদার যাত্রার সূচনা। গোল করলেও নিজের শৈশবের ক্লাবের বিপক্ষে কোনো উদযাপন করেননি তিনি।
২৬তম মিনিটে গোলের দারুণ সুযোগ পায় ফ্লুমিনেন্সি। ছয় গজ দূর থেকে হারকিউলিসের নেওয়া শট গোললাইন থেকে সেভ করেন চেলসির ডিফেন্ডার মার্ক কুকুরেইয়া। ৮ মিনিট পর আরও একবার চাপে পড়ে চেলসি। ডি-বক্সে ট্রেভর চালাবাহর হাতে বল লাগলে প্রথমে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। তবে পরে ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত বদলে ফেলেন তিনি।
দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে আবারও জ্বলে ওঠেন পেদ্রো। এনসো ফের্নান্দেসের থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে জোরালো শটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে শেষ গোলটি করেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। বল লাগে ক্রসবারের নিচের অংশে, এরপর জালে জড়িয়ে যায়। এবারও উদযাপন না করে দুই হাত ওপরে তুলে শান্ত ভঙ্গিতে প্রতিক্রিয়া জানান পেদ্রো।
শেষ দিকে ফ্লুমিনেন্সি চাপ বাড়ালেও চেলসির রক্ষণভাগ কোনো ভুল করেনি। ফলে নির্ধারিত সময় শেষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্লুজরা।
ফাইনালে চেলসির প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ না প্যারিস সেন্ট জার্মেই—তা নির্ধারিত হবে দ্বিতীয় সেমিফাইনাল শেষে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী রোববার।