প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণহত্যার অভিযোগে শেখ হাসিনাকে অবশ্যই আইনি বিচারের মুখোমুখি হতে হবে। বুধবার (৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।
শফিকুল আলম তার স্ট্যাটাসে লিখেছেন, “বিবিসির এই বছরের জুলাই মাসের গণবিপ্লব নিয়ে প্রকাশিত গভীর অনুসন্ধানী প্রতিবেদন এবং সম্প্রচারের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে শিশু সহ শতাধিক প্রতিবাদকারীকে হত্যার নির্দেশ দেওয়ার যে ভয়াবহ অভিযোগ উঠেছে, তা বিশ্বের কাছে বাংলাদেশ সরকারের প্রতি প্রত্যর্পণের আহ্বানকে শক্তিশালী করবে। গণহত্যার এ ঘটনায় তাকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “১৫ বছরের অধিক শাসনামলে তিনি জনগণের বিরুদ্ধে হত্যা চালানোর জন্য হত্যাকারীদের সমাবেশ করেছেন। এই অবিচারের জন্য তার এবং তার ঘনিষ্ঠ হত্যাকারী বাহিনীর কোনো ক্ষমা নেই।”