বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সাবেক ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ শেঠিকে গ্রেপ্তার করেছে মুম্বাইয়ের জুহু থানা পুলিশ। অভিযোগ, আলিয়ার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড’ এবং তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে প্রায় ৭৭ লাখ রুপি আত্মসাৎ করেছেন তিনি।
পুলিশ জানায়, ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সময়ে এই প্রতারণা চলে। বিষয়টি সামনে আসে ২০২৪ সালের জানুয়ারিতে, যখন আলিয়ার মা ও বর্ষীয়ান অভিনেত্রী সোনি রাজদান জুহু থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। এরপরই বিশ্বাসভঙ্গ ও প্রতারণার ধারায় বেদিকার বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।
জানা গেছে, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আলিয়ার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করছিলেন বেদিকা। এই সময় তিনি অভিনেত্রীর আর্থিক লেনদেন, বিল পরিশোধ ও দৈনন্দিন কার্যসূচির দেখভাল করতেন। সেই সুযোগেই তিনি ভুয়া বিল তৈরি করে আলিয়ার স্বাক্ষর নিয়ে টাকা তুলে নিতেন।
তদন্তে উঠে এসেছে, তিনি আলিয়ার ভ্রমণ ও পেশাগত কাজের খরচ দেখিয়ে এসব অর্থ একটি বন্ধুর অ্যাকাউন্টে স্থানান্তর করতেন। পরে সেই বন্ধু বেদিকাকে অর্থ ফেরত দিতেন।
অভিযোগ জানার পর থেকেই বেদিকা পলাতক ছিলেন। পুলিশ জানায়, পালিয়ে বেড়ানোর সময় তাঁর অবস্থান রাজস্থান, কর্ণাটক, পুনে ও বেঙ্গালুরুতে শনাক্ত হয়। দীর্ঘ অনুসন্ধানের পর শেষ পর্যন্ত বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং ট্রানজিট রিমান্ডে মুম্বাই নিয়ে আসা হয়।