
ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের ৭,৩৪০ কোটির প্রকল্পটি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়ন করার কথা ভাবছে সরকার। শনিবার সকালে ফেনীর পুরাতন মুন্সীর হাটে একটি আশ্রয়কেন্দ্রে পরিদর্শনে গিয়ে এসব কথা জানান ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক ই আজম।
ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের ৭ হাজার ৩৪০ কোটি টাকার প্রকল্পটি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়ন করার কথা ভাবছে সরকার। শনিবার (১২ জুলাই) সকালে ফেনীর পুরাতন মুন্সীর হাটে একটি আশ্রয়কেন্দ্রে পরিদর্শনে গিয়ে এসব কথা জানান ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক ই আজম।
উপদেষ্টা বলেন, ফেনীর উত্তরের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করছে সরকার। স্থায়ী সমাধানের জন্য উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ। এ সময় বন্যা দুর্গতরা পর্যাপ্ত ত্রাণ ও সহায়তা না পাওয়ায় উপদেষ্টার কাছে ক্ষোভ প্রকাশ করেন।
ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় ছিলেন।
ফেনীর বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। কমছে শুরু করেছে বানের পানি। উত্তরে দুই উপজেলা ফুলগাজী ও পরশুরামে স্পষ্ট হয়ে উঠছে ক্ষতচিহ্ন। অপরদিকে ছাগলনাইয়া ও ফেনী সদর ও দাগনভূঞার নিচু এলাকা প্লাবিত হয়েছে। এখনো পানিবন্ধি ৩০ গ্রামের ৪০ হাজারের মত মানুষ।
প্রাথমিক হিসেবে বন্যায় ১ হাজারেরও বেশি মৎস্য ঘের ও পুকুর এবং ১ হাজার ৬৫৫ হেক্টর আমন বীজতলা ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও বন্যায় এখন পর্যন্ত পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় প্রাণিসম্পদে ৬৪ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। সড়ক ও অন্যান্য অবকাঠামোতেও ক্ষতির চিহ্ন স্পষ্ট।