এখনো অমীমাংসিত বাংলাদেশে জাতীয় নির্বাচন ও এর সময় সংক্রান্ত্র সকল জটিলতা। দেশের রাজনীতির মাঠে নির্বাচন নিয়ে দেখা দিয়েছে সন্দেহ, তৈরি হয়েছে সংশয়। এমন প্রেক্ষাপটে বিবিসি বাংলার সঙ্গে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
সংবাদ মাধ্যমটিতে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন নির্বাচন সংক্রান্ত অনেক চ্যালেঞ্জ, জটিলতা এবং সম্ভাবনার কথা।
তিনি মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ এবং নিজের নিরপেক্ষতার প্রশ্নেও জবাব দিয়েছেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারা না পারার প্রশ্ন, নতুন রাজনৈতিক দল এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার সিদ্ধান্তসহ বিভিন্ন বিষয়েও কথা বলেছেন নাসির উদ্দিন।
পাঠকদের জন্য পুরো সাক্ষাৎকারটি এখানে তুলে ধরা হলো।
বিবিসি বাংলা: আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাক্ষাৎকারে যোগ দেয়ার জন্য।
আপনি এমন একটা সময়ে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নিয়েছেন যখন কি-না বাংলাদেশ একটা ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সামনে খুব গুরুত্বপূর্ণ নির্বাচন আছে। বড় প্রশ্ন এখন, নির্বাচন কবে হবে সেটা কি এখন আপনি বলতে পারবেন?
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন: ‘ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি টু রেসপন্ড, বিকজ আই মাইসেলফ ওন্ট নো এক্স্যাক্ট ডেট (সুনির্দিষ্ট তারিখ)। পোলিং ডেটটা জানি না। এপ্রিলে ফার্স্ট হাফে (প্রথমার্ধে) বলা হচ্ছে। দ্যাট কাইন্ড অফ থিং, উইল বি কমিউনিকেট টু আস, উইথ সাম আইডিয়া দ্যাট–– প্লিজ গো এহেড- দিস ইজ দ্য রেঞ্জ।

বিবিসি বাংলা: সরকার আপনাদের জানাবেন যে এই সময়ের মধ্যে ভোট হতে পারে। সেটা কী এখনো জানাননি?
নাসির উদ্দিন: আপনি যেমন জানেন, আমিও তেমনি জানি যে আইদার ফেব্রুয়ারি, মানে রমজান মাসের আগে অথবা এপ্রিলে। যেটা সব সময় উনি (প্রধান উপদেষ্টা) বলে আসছেন। সেটাই জানি, যেটা আপনি জানেন- দেশবাসী জানে, ওনার বক্তব্য থেকে। সেটা আমিও জানি।
বিবিসি বাংলা: সরকার থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে যে আইনশৃঙ্খলা-রক্ষাকারী বাহিনীকে তারা প্রস্তুত হতে বলেছেন, সরকার আপনাদের কিছু বলেননি যে কবে নির্বাচন হতে পারে বা কোন সময়ের মধ্যে ভোট হতে পারে?
নাসির উদ্দিন: না সেরকম বলে নাই। আমরা ধরে নিচ্ছি, ইট ইজ আওয়ার অ্যাসাম্পশন (আমাদের ধারণা) যে বর্তমানে যে টাইম ফ্রেম বলা হচ্ছে, আইদার আর্লি ফেব্রুয়ারি বিফোর রমাদান, অর ইট মে বি সাম টাইম ইন দ্য ফার্স্ট হাফ অব এপ্রিল। হতে পারে, এপ্রিলের প্রথম দিকে হতে পারে।
আমরা প্রথম থেকেই ডিসেম্বরকে টার্গেট করে প্রস্তুতি নিচ্ছিলাম। কারণ তখন তিনি ডিসেম্বর টু জুন বলেছিলেন। এজন্য আমরা ডিসেম্বরকে টার্গেট করে- ফ্রম ডে ওয়ান উই স্টার্টেড প্রিপেয়ারিং আওয়ারসেলভ।