জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা গোপালগঞ্জে এসেছিলাম দেশ গড়ার স্বপ্ন নিয়ে, জুলাই পদযাত্রার কর্মসূচি বাস্তবায়ন করতে। কিন্তু মুজিববাদীদের বাধার মুখে আমাদের সেই শান্তিপূর্ণ কর্মসূচি বাধাগ্রস্ত হয়েছে। এই বাধার জবাব আমরা দেব।
আজ বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, যদি আমাদের কর্মসূচিতে বাধা দেওয়া না হতো, তাহলে গোপালগঞ্জবাসীর ব্যাপক উপস্থিতিতে এই এলাকা জনসমুদ্রে পরিণত হতো। আমরা এখানে এসেছি কোনো নাম বদলাতে নয়, বরং শান্তি, সাম্য এবং একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে।
তিনি বলেন, এই পদযাত্রা কেবল গোপালগঞ্জের জন্য নয়, গোটা দেশের ভবিষ্যতের জন্য। আমরা এসেছি গোপালগঞ্জবাসীর অধিকার প্রতিষ্ঠা করতে, শান্তির বার্তা নিয়ে।
নাহিদ ইসলাম আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের সময় আমরা বলেছিলাম—‘বাধা দিলে বাধবে লড়াই।’ আজও সেই বাস্তবতা সামনে এসেছে। মুজিববাদীরা আবারও বাধা দিয়েছে। এবারও লড়াই হবে, এবং সেই লড়াইয়ে আমরা জয়ী হবো।”
গণঅভ্যুত্থনের পক্ষে থাকা সকলের উদ্দেশ্যে তিনি বলেন, গোপালগঞ্জ যেন মুজিববাদীদের অভয়াশ্রমে পরিণত না হয়। যদি প্রশাসন জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে সেই দায়িত্ব আমাদেরই নিতে হবে—যেমনটা আমরা নিয়েছিলাম গণঅভ্যুত্থানের সময়।
গোপালগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে নাহিদ বলেন, “সাম্যের বাংলাদেশে গোপালগঞ্জ কোনো বৈষম্যের প্রতীক হতে পারে না। মুজিববাদীরা কেবল মুক্তিযুদ্ধ নয়, এই অঞ্চলকেও কলুষিত করেছে। আমরা গোপালগঞ্জ পুনরুদ্ধার করবো।”
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যারা বাধা দিয়েছে, তাদের পরিচয় উদঘাটন করতে হবে। কোন সাহসে, কার আশ্রয়ে এই বাধা, তা জানতে হবে জাতিকে। যদি অবস্থা বদল না হয়, আমরা আবার আসবো। নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের হাত থেকে রক্ষা করব ইনশাআল্লাহ।”
এদিকে এনসিপির সভা শুরুর আগে দুপুর ১টা ৩৫ মনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে হামলার ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।