
গোপালগঞ্জে উদ্ভূত পরিস্থিতি শান্তভাবে সামাল দিতে পুলিশ ধৈর্যের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম।
বুধবার এক মন্তব্যে তিনি বলেন, “উচ্ছৃঙ্খলতা যতটুকু হয়েছে, আমরা তা শান্তভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছি। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। আমরা প্রাণঘাতী কোনো অস্ত্র ব্যবহার করছি না, ফলে পুরো বিষয়টি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগছে।”
এর আগে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশ ঘিরে দুপুর থেকেই গোপালগঞ্জে উত্তেজনা বিরাজ করে। সন্ধ্যা পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
তবে প্রশাসনের নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে এনসিপির নেতাকর্মীদের শহর থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।