
গোপালগঞ্জে হামলার ঘটনাকে ঘিরে সামাজিক ও রাজনৈতিক প্রতিক্রিয়ায় অনেকে নিজেদের ‘আসল চেহারা’ প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (১৬ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, “দেখুন কীভাবে ‘নিষিদ্ধ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ঘোষণাকে সাধারণ সমর্থকদের মানবাধিকার লঙ্ঘনের মতোভাবে উপস্থাপন করা হচ্ছে। এটা আসলে মুজিববাদী সন্ত্রাসীদের স্বার্থে বয়ান তৈরির রাজনীতি।”
তিনি আরও যোগ করেন, “আজ অনেকের মুখোশ উন্মোচিত হয়েছে। এদের চিনে রাখা জরুরি—আগামী দিনের রাজনীতি বোঝার জন্য।”
পোস্টে আসিফ মাহমুদ মুজিববাদী রাজনীতির দুইটি ধারা চিহ্নিত করেন—
১. রক্ষীবাহিনী ধারার রাজনীতি:
যাদের তিনি “অস্ত্র, ককটেল হাতে গোপালগঞ্জে হত্যার উদ্দেশ্যে হামলা করা” চিহ্নিত সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছেন।
২. কালচারাল ও ইন্টেলেকচুয়াল ধারা:
যারা এই সহিংসতা এবং সন্ত্রাসীদের ‘ভিক্টিম’ হিসেবে উপস্থাপন করছেন। আসিফের ভাষায়, “এরা হয় অর্থের কাছে বিক্রি হয়েছে, অথবা মুজিববাদী সাংস্কৃতিক ফার্মে বেড়ে উঠেছে।”