
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী শহরের ১ নম্বর রেলগেট এলাকার শহীদ স্মৃতিস্তম্ভের সামনে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত খালেদ সাইফুল্লাহ। প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা, যিনি খালেদ সাইফুল্লাহর সহধর্মিণী এবং রাজবাড়ীর পুত্রবধূ।
পথসভাটি সঞ্চালনা করেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি তাসনীম জারার আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীদের উদ্দেশে মঞ্চ থেকে স্লোগান দেন—‘সবার ভাবি, রাজবাড়ীর জারা ভাবি’। তার আহ্বানে সাড়া দিয়ে নেতাকর্মীরাও স্লোগানে গলা মিলান।
সভায় বক্তব্য দিতে গিয়ে তাসনীম জারা বলেন, ‘আমি রাজবাড়ীর পুত্রবধূ। শ্বশুরবাড়ি মানেই নিজের বাড়ি। এই জেলার মানুষের ভালোবাসায় আমি অভিভূত।’ রাজবাড়ীর অবহেলিত স্বাস্থ্যখাতের চিত্র তুলে ধরে তিনি জানান, জাতীয় নাগরিক পার্টি এসব সংকট সমাধানে কাজ করতে চায়।
সভায় আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। তারা উন্নয়ন-বঞ্চিত রাজবাড়ীর অবস্থা পরিবর্তনের প্রত্যয় ব্যক্ত করেন।