বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর কটুক্তিমূলক বক্তব্যের পর উত্তপ্ত হয়ে ওঠেছে কক্সবাজারের রাজনীতি। জেলাজুড়ে চলছে বিএনপি নেতা-কর্মীদের বিক্ষোভ। চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বরে করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা মঞ্চ ভেঙে দিয়েছেন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা।
শনিবার (১৯ জুলাই) বিকেলে তার বক্তব্য গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে বিক্ষোভ করছেন বিএনপি নেতা-কর্মীরা। কক্সবাজার সদর, ঈদগাঁও, চকরিয়া, ফাঁসিয়াখালী ও হারবাং এলাকায় রাস্তায় নেমে এসেছে বিএনপির শত শত নেতা-কর্মী।
বিএনপির নেতা-কর্মীরা বলেন, আজ দুপুরে কক্সবাজার শহরে এক সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। এটি বিএনপির নেতা-কর্মীদের হৃদয়ে আঘাত করেছে। এই বক্তব্যের পর চকরিয়াসহ কক্সবাজার জেলায় বিএনপির নেতা-কর্মীরা রাজপথে নেমে প্রতিবাদ করেন। বিকেল চারটা থেকে চকরিয়ায় মহাসড়কে বিএনপির নেতা-কর্মীদের মিছিল শুরু হয়। তাঁরা সালাহউদ্দিনের পক্ষে স্লোগান দিতে থাকেন।
বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে কক্সবাজারের গডফাদার হিসেবে অভিহিত করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ‘নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের মতো কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে আসার পর থেকে কক্সবাজারের মাটিতে ঘের দখল করছে, মানুষের জমি দখল করছে ও চাঁদাবাজি করছে। তিনি আবার সংস্কারও বুঝতে চান না। শুধুই নির্বাচন বুঝেন। তাদেরকে জনগণ মাঠেই প্রতিহত করবে।’