শ্রীলঙ্কা সফরের দুর্দান্ত ফর্ম ঘরের মাঠেও ধরে রেখেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দাপুটে পারফরম্যান্স দেখালো লিটন দাসের দল।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেট ও ২৭ বল হাতে রেখেই হারিয়েছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। এটি বাংলাদেশের টানা তৃতীয় টি-টোয়েন্টি জয়।
প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন বোলাররা। মোস্তাফিজ-তাসকিনদের দারুণ বোলিংয়ে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ১১০ রানে (১৯.৩ ওভার)। তাসকিন ২২ রানে নেন ৩ উইকেট, মোস্তাফিজ ৪ ওভারে মাত্র ৬ রানে শিকার করেন ২ উইকেট। তানজিম সাকিব ও শেখ মেহেদী নেন ১টি করে উইকেট।
পাওয়ার প্লেতেই পাকিস্তান হারায় ৪ উইকেট। এরপর রানআউটে আরও দুই উইকেট হারায় সফরকারীরা। ফখর জামান ছিলেন একমাত্র প্রতিরোধ, ৩৪ বলে করেন ৪৪ রান। তবে রানআউট হয়ে তিনিও ফেরেন।
১১১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ৭ রানে ২ উইকেট হারিয়ে বসে টাইগাররা—তামিম (১) এবং লিটন (১) সাজঘরে ফেরেন দ্রুতই। দুজনকেই শিকার করেন পাকিস্তানি ডেব্যু পেসার সালমান মির্জা।
তবে এরপর পরিস্থিতি সামাল দেন তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। দুজনে গড়েন ৭৩ রানের জুটি। হৃদয় ৩৭ বলে ৩৬ রান করে বোল্ড হন আব্বাস আফ্রিদির বলে। তবে দিনটা ছিল ইমনের। ধীর গতির পিচেও ফিফটি তুলে নেন ৩৪ বলে। শেষ পর্যন্ত ৩৯ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫৬ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ওপেনার।
তার সঙ্গে জয়ের মুহূর্তে ছিলেন জাকের আলী, যিনি ১০ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন বিজয়ীর বেশে।
এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। বোলারদের নিয়ন্ত্রিত বোলিং, ফিল্ডারদের তৎপরতা ও ব্যাটসম্যানদের দৃঢ়তায় পূর্ণাঙ্গ পারফরম্যান্সেই জয় এসেছে টাইগারদের ঘরে।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ১৯.৩ ওভারে ১১০/১০ (ফখর ৪৪, আব্বাস ২২, খুশদিল ১৭; তাসকিন ৩/২২, মোস্তাফিজ ২/৬, তানজিম ১/২০, মেহেদী ১/৩৭)।
বাংলাদেশ: ১৫.৩ ওভারে ১১২/৩ (পারভেজ ৫৬*, হৃদয় ৩৬, জাকের ১৫*, তানজিদ ১, লিটন ১; মির্জা ২/২৩, আব্বাস আফ্রিদি ১/১৬)।
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।
সিরিজ: ৩–ম্যাচ সিরিজে বাংলাদেশ ১–০–তে এগিয়ে।
ম্যান অব দ্য ম্যাচ: পারভেজ হোসেন।