
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের লড়াই মুজিববাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। জুলাই-আগস্টে শুরু হওয়া এই সংগ্রাম এখনও শেষ হয়নি। আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষে এগিয়ে যাচ্ছি।’
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে হবিগঞ্জ শহরের এম সাইফুর রহমান টাউন হলের সামনে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, ‘সীমান্তে হত্যা চলছে, মুসলিম সম্প্রদায় পুশইনে পড়ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভারতের হিন্দুত্ববাদী সরকারের দীর্ঘকালীন মুসলিম বিদ্বেষ বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে।’
তিনি আরও বলেন, ‘জনগণের পাশে আমাদের আবারও দাঁড়াতে হবে। এলাকায় যে দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে, মুজিববাদের পুনর্বাসন, চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতি ঠেকাতে হবে। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে দেশে যে একতা ও সংহতি তৈরি হয়েছে, সেটি অক্ষুণ্ণ রাখতে হবে।’
এনসিপি’র আহ্বায়ক বলেন, ‘তরর মানে চাঁদাবাজদের প্রশ্রয় দেয়া নয়। আমরা কোনো সন্ত্রাসীকেও বিচার বহির্ভূতভাবে হত্যা করতে দেব না। আমাদের ভিন্ন মত থাকলেও আমরা মানবাধিকারের পক্ষে থাকবো। যৌথবাহিনী কর্তৃক যুবদলের এক কর্মীকে হত্যা করার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যেমন আমরা চাঁদাবাজির বিরুদ্ধে, তেমনি বিচার বহির্ভূত হত্যারও বিরুদ্ধে।’
সভায় এনসিপির সদস্যসচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম সদস্যসচিব নাহিদা সারোয়ার নিপা, ডা. তাসনিম জারা, আব্দুল হান্নান মাসুদ, নাহিদ উদ্দিন তারেকসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।