
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ১০ মাসে একজন গর্ভবতী মা শিশুর জন্ম দেন। আপনারা একটি নতুন বন্দোবস্তের জন্ম দিতে পারলেন না! গত ১০-১১ মাসে একজন হত্যাকারীরও বিচার করতে পারেনি।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে যাত্রাবাড়ির এক সমাবেশে নিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, এই সরকারের বয়স ১০-১১ মাসের (প্রায় এক বছর) বেশি হয়ে গেছে। এখন পর্যন্ত স্বৈরাচারের দোসরদের একজনেরও বিচার করতে পারেনি। হত্যাকারীদের গ্রেফতার করেনি, বহু লোক দেশ ছেড়ে পালিয়ে গেল আরামের সঙ্গে।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘আপনারা বিচার করছেন না। আমি বলি, ১১ মাস কি কম সময়…এটা বেশি সময় না, কিন্তু কম সময়ও না। ১০ মাসে একজন গর্ভবতী মা শিশুর জন্ম দেন। আপনারা একটি নতুন বন্দোবস্তের জন্ম দিতে পারলেন না!’
তিনি বলেন, ‘শহীদদের রক্তের বিনিময়ে আজকে কী পেয়েছি আমরা? অনেকে আমরা টাকার কুমির হয়েছি। যাদের ঘরে এক সময় খাবার ছিল না, তারা কিছু খাবার পাচ্ছি। আপনারা মনে রাখবেন, এই অন্যায়ের বিনিময়ে যা অর্জন করছেন, যারা ভক্ষণ করছেন, পান করছেন—শহীদদের রক্ত পান করছেন।’
কেন শহীদ পরিবারের সদস্যরা এখনো সরকারের সহযোগিতা পাচ্ছে না, প্রশ্ন তোলেন তিনি।
অন্তবর্তী সরকারের কাছ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সব সুযোগ-সুবিধা নিচ্ছে এমন অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হয়, এই সরকার বোধহয় এনসিপির সরকার।’
এ সময় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি সন্দেহ করি, এই নির্বাচনী ঘোষণার পেছনেও অনেক ষড়যন্ত্র আছে, এরপরেও ষড়যন্ত্র আছে।’
নির্বাচনের বিরুদ্ধে যেকেনো ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা আব্বাস।