
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “এনসিপির কোনো কর্মীকে যদি কেউ চোখ রাঙায় বা হুমকি দেয়, তাহলে এবার রাজনৈতিকভাবে তার জবাব দেওয়া হবে।”
রোববার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাসনাত বলেন, জুলাই বিপ্লবের এক বছর আমরা অতিক্রম করেছি। এ এক বছরে আমরা রাজপথে ছিলাম, কথা বলেছি, সতর্ক করেছি। এখন আর শুধু বলার সময় নয়, এখন কাজের সময়। আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে আমরা মাঠে থাকব, প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত থাকব।
তিনি অভিযোগ করে বলেন, দেশের দক্ষিণাঞ্চলের নানা এলাকায় এনসিপির কর্মীদের ওপর দমন-পীড়ন চলছে। তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে, কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। কিন্তু আমরা স্পষ্ট করে দিতে চাই—রূপসা থেকে পাথরিয়া, খুলনা থেকে বরিশাল—এনসিপির কোনো কর্মীকে হুমকি দিলে রাজনৈতিকভাবে তার কঠোর জবাব দেওয়া হবে।
তিনি আরও বলেন, “আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করি, কিন্তু দুর্বলতা নয়। আমাদের ঘায়েল করা যাবে না, পিছিয়ে দেওয়া যাবে না। সময় এসেছে, কথা নয়—কাজের মাধ্যমে ‘নতুন বাংলাদেশ’-এর রূপরেখা বাস্তবায়নের।”