প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, রেমিট্যান্স যোদ্ধাদের অবদানের কারণে অর্থনৈতিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত বাংলাদেশ আবার দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “অর্থনীতির ভেঙে পড়া অবস্থা থেকে বাংলাদেশকে পুনরায় স্থিতিশীল অবস্থানে আনতে প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স ছিল সবচেয়ে বড় শক্তি। তাদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।”
প্রবাসীদের সুবিধা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন অধ্যাপক ইউনূস। তিনি জানান, ভিসা সংক্রান্ত জটিলতা দূর করতে সরকার সচেষ্টভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে আরব আমিরাত বাংলাদেশিদের জন্য পুনরায় ভিসা চালু করেছে, মালয়েশিয়ায় চালু হয়েছে মাল্টিপল এন্ট্রি ভিসা।
তিনি আরও বলেন, “আগামী পাঁচ বছরে জাপানে এক লাখ বাংলাদেশি তরুণকে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের জন্য প্রশিক্ষণসহ নানা প্রস্তুতি চলছে। পাশাপাশি ইতালি, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া সহ বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি পাঠানোয় জোর দেওয়া হচ্ছে।”
এছাড়া সৌদি আরব, জর্ডান ও ওমানসহ যেসব দেশে অনেক প্রবাসী নথিপত্রের সমস্যায় ‘ইরেগুলার’ হয়ে পড়েছিলেন, তাদের বৈধতার (রেগুলারাইজেশন) জন্য সরকার পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। সরকার বিভিন্ন দেশের সঙ্গে থাকা বিদ্যমান চুক্তিগুলো পর্যালোচনা করছে, যাতে প্রবাসী বাংলাদেশিদের জীবন আরও স্বস্তিদায়ক হয়।