
চীনে প্রথমবারের মতো চালু হলো পোষাপ্রাণীর ব্যায়ামাগার। দেশটির বাণিজ্যিক শহর শাংহাইয়ের সুহুইতে চালু হলো গোগোজিম নামের এই ব্যায়ামাগার। এ পেট জিমটি ৩০০ বর্গমিটার জায়গাজুড়ে তৈরি। বিশেষ করে কুকুরের ফিটনেস ও পুনর্বাসন সেবা দেবে এটি।
গোগোজিমে রয়েছে চারটি প্রধান বিভাগ—রিটেইল জোন, ফিটনেস এরিয়া, পুনর্বাসন অঞ্চল এবং মালিশ কক্ষ। প্রাণীর শারীরিক অবস্থা ও প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞরা ব্যায়াম উপকরণ নির্ধারণ করে দেন।

যেসব কুকুরের হাড় বা জয়েন্টের সমস্যা আছে, তাদের সাধারণ ট্রেডমিলের পরিবর্তে পানির নিচের ট্রেডমিল বা সাঁতার জাতীয় হালকা ব্যায়াম করানো হয়- জানান গোগোজিজের একজন স্পেশালিস্ট।
জিমটিতে অতিরিক্ত ওজন বা বয়সজনিত দুর্বলতায় ভোগা কুকুরদের আনা হয়। ছোট্ট ছানাদের পাশাপাশি বয়স্ক কুকুরদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা।