
আইসিসির সাবেক অ্যান্টি-করাপশন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল
বাংলাদেশ ক্রিকেটে দুর্নীতি দমনে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক অ্যান্টি-করাপশন ইউনিট (এএসিইউ) প্রধান অ্যালেক্স মার্শালকে এক বছরের জন্য বিসিবির অ্যান্টি-করাপশন ইউনিটে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু সাংবাদিকদের জানান, “আমাদের মনে হয়েছে দুর্নীতি দমন কার্যক্রম জোরদার করা প্রয়োজন। তাই আমরা অভিজ্ঞ একজন ব্যক্তিকে নিয়ে এসেছি, যিনি প্রশিক্ষণ ও কৌশল দিয়ে ইউনিটকে আরও শক্তিশালী করবেন।”
মিঠু আরও বলেন, বাংলাদেশের ক্রিকেটে নানা সময় দুর্নীতির অভিযোগ উঠেছে। তাই বিসিবি মানবসম্পদ ও কার্যক্রম দুই দিকেই দুর্নীতি দমন ইউনিটকে প্রসারিত করছে। মার্শালের আইসিসিতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের ক্রিকেটে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
সভা শেষে বিসিবি জানিয়েছে, আসন্ন বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) নজরদারিতে থাকবে আইসিসির দুর্নীতি দমন ইউনিট। পুরো আসরের কার্যক্রম তারা পর্যবেক্ষণ করবে। উল্লেখ্য, গত মৌসুমে বিপিএলে ফিক্সিং নিয়ে একাধিক অভিযোগ ওঠে, যার তদন্তে ইতোমধ্যে বিসিবি স্বাধীন কমিটি গঠন করেছে।